মুহাম্মদ (সা.)-এর পোশাক দেখতে মানুষের ঢল

তুরস্কের ইস্তাম্বুলে হিরকা-ই শেরিফ মসজিদে সংরক্ষিত মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ব্যবহৃত পোশাক দেখতে ভিড় করেছেন হাজারো মানুষ।

করোনাভাইরাস মহামারিতে বন্ধ হয়ে যাওয়া এই প্রদর্শনী দুই বছর পর গতকাল শুক্রবার (২২ এপ্রিল) ফের শুরু হয়েছে।

মুসলিম ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এ নিদর্শন শুধু পবিত্র রমজান মাসে প্রদর্শন করা হয়।

পোশাকটি হজরত মুহাম্মদ (সা.) উপহার হিসেবে পাঠিয়েছিলেন হজরত উওয়াইস আল-কারনিকে (রা.)। তার বংশধররা এটি দীর্ঘ ১৪শ’ বছর ধরে যত্ন সহকারে সংরক্ষণ করে আসছেন। খবর ডেইলি সাবার।

গতকাল শুক্রবার (২২ এপ্রিল) জুমার নামাজের আগে কিছু মানুষকে মসজিদের ভেতরে কাচে মোড়ানো বাক্সে পোশাকটি দেখার সুযোগ দেওয়া হয়। বাইরে আলাদা আলাদা সারিতে হাজারো নারী ও পুরুষ মসজিদের ভেতরে প্রবেশের জন্য অপেক্ষায় ছিলেন।

দর্শনার্থীরা ইসলামের সবচেয়ে পবিত্র ব্যক্তিত্বের ব্যবহৃত পোশাক দেখার সুযোগ পেয়ে খুশি। অনেকে পোশাকটি দেখে কান্নায় ভেঙে পড়েন। আবার কেউ কেউ নামাজও পড়েন। পোশাকটির প্রদর্শনী চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত।

সূত্র : ডেইলি সাবাহ

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //